
প্রধান প্রতিবেদক: সাতক্ষীরার পাটকেলঘাটা থানার মোকছেদপুর এলাকায় অভিযান চালিয়ে একটি তক্ষক উদ্ধার করেছে র্যাব-৬। একটি প্লাস্টিকের ঝুড়িতে জাল দিয়ে মোড়ানো অবস্থায় তক্ষকটি উদ্ধার করা হয়। এ সময় পাাঁচ চোরাকারবারীকে আটক করা হয়েছে।
আটক চোরাকারবারীরা হলেন, মোকছেদপুর গ্রামের উজ্জল দাস (৩৩), জেলার দেবহাটা উপজেলার টিকেট গ্রামের মমিন মোল্লা (৪৪), সাতক্ষীরা সদরের শ্রীরামপুর গ্রামের খায়রুজ্জামান (২৮), তালার মেশারডাঙ্গীর সুরঞ্জন বৈরাগী (৩৯) ও চোমরখালীর ইদ্রিস আলী (৪৭)।
সোমবার সকালে র্যাব-৬ এর আওতাধীন সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার শামীম সরকার সংবাদ বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে তিনি বলেন, গোপন সংবাদে রোববার পাটকেলঘাটা থানার মোকসেদপুর গ্রামে অভিযান চালানো হয়। অভিযানকালে প্লাস্টিকের ঝুড়িতে জাল দিয়ে মোড়ানো অবস্থায় একটি তক্ষক উদ্ধার করা হয়। পাচার করার জন্য এটি রাখা হয়েছিল। এ সময় পাঁচ চোরাকারবারীকে আটক করে পাটকেলঘাটা থানায় সোপর্দ করা হয়েছে।