
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ডাক্তারের উপর হামলাকারী ঔষধের দোকানদার মনিরুলকে আটক করেছে থানা পুলিশ। আজ শনিবার বেলা একটার দিকে খুলনা রোড মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ঔষধের দোকানদার মনিরুল সরদার সদর হাসপাতালের সামনে এস এম ড্রাগ হাউজের মালিক ও স্থানীয় হান্নান সরদারের ছেলে।
শুক্রবার সন্ধ্যার দিকে এক রোগীর জন্য দেয়া ঔষধ পরিবর্তন করে দিতে বলায় মেডিকেল অফিসার ডা. তৈয়েবুর রহমান গালিবের উপর হামলা চালায় ওই দোকানী।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়ত বলেন, ঘটনাটি পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছিল। তারই প্রেক্ষিতে হামলাকারীকে আটক করেছে পুলিশ। লিখিত অভিযোগ দায়েরর বিষয়টি পক্রিয়াধীন রয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, সদর হাসপাতালের এক চিকিৎসকের উপর হামলার অভিযোগে তাকে আটক করা হয়েছে।