
নিজস্ব প্রতিবেদক: পৌরসভার স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও রোগ নিয়ন্ত্রণ শাখা, স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয়ের সহযোগিতায় এক জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার ৩০ই অক্টোবর সকাল ১০ টায় পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের হলরুমে দিবসের শুভ উদ্বোধন করেন, সাতক্ষীরা পৌর মেয়র মোঃ তাজকিন আহমেদ চিশতি। এ সময় সাতক্ষীরা পিটিআই সুপার এসএম রাউফার রহিমের সভাপতিত্বে, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জর্জ কোটের এপিপি মোঃ মিজানুর রহমান।সহকাারি শিক্ষক মোঃ আকবার হোসেন, বাবু প্রশান্ত কুমার, মুন্নি আরা খাতুন, হোসনে আরা চৌধুরী, সুরাইয়া বেগম, লুৎফুন্নহার, রেহানা বেগম, সাতক্ষীরা পৌরসভার টিকাদান সুপার ভাইজার ইবাদুল ইসলাম, স্বাস্থ্যকর্মী আতিকুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য সাতক্ষীরা পৌরসভার ৯ টি ওয়ার্ড ব্যাপী ৩০ অক্টোবর থেকে ০৫ নভেম্বর ২০২১ পর্যন্ত কৃমি নিয়ন্ত্রণ ট্যাবলেট প্রদান করা হবে।