
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কৃষি গবেষণা কেন্দ্র বেনারপোতার প্রশিক্ষণ হলে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট খুলনার উদ্যোগে গ্রীষ্মকালীন হাইব্রিড টমেটোর উৎপাদন কলাকৌশলের উপর কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ করা হয়েছে। শনিবার বিকাল ৪টায় গোপালগঞ্জ কৃষি গবেষণা কেন্দ্র স্থাপন প্রকল্প ও বাংলাদেশ গ্রীষ্মকালীন টমেটোর অভিযোজন পরীক্ষা, উৎপাদন প্রযুক্তি উদ্বাধন ও কমিউনিটি বেইজড পাইলট প্রোগ্রাম এর অর্থায়নে জেলার তালা উপজেলার নগরঘাটা গ্রামে ১০জন, কলারোয়া উপজেলার বাটরা ও কামারালী গ্রামের ২০ জনসহ ৩০জন প্রতিনিধিত্ব কৃষক নিয়ে বীজ বিতরণ ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। খুলনা কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ হারুনর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জনাব নূরুল ইসলাম। তিনি বলেন, সাতক্ষীরা জেলায় বর্তমানে গ্রীষ্মকালীন টমেটো চাষ বাণিজ্যিক ভাবে প্রসার লাভ করেছে। গত বছরের তুলনায় এবার প্রায় দ্বিগুন পরিমাণ জমিতে কৃষক এই গ্রীষ্মকালীন টমেটোর আবাদ সম্ভব হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। উল্লেখ আছে, ইতিপূর্বে মাননীয় কৃষিমন্ত্রী ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী মহোদয় সাতক্ষীরার এই টমেটো চাষ সরেজমিন পরিদর্শন করেন ও সন্তোষ প্রকাশ করেন। প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্যে রাখেন, কৃষিগবেষণা কেন্দ্র খুলনার উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ জনাব মো: কামরুল ইসলাম, কৃষি গবেষণা কেন্দ্র বেনারপোতার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোশাররফ হোসেন, বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো: আল আহমেদ ফকির, সাতক্ষীরা এমএলটি সাইটের বৈজ্ঞানিক সহকারী অমরেশ চন্দ্র সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তুষার কান্তি সরকার, কৃষক প্রতিনিধি মো: আমজাদ হোসেন, আ: আলিম ও মাসুদ হোসে প্রমূখ। এসময় তিন ইউনিয়নের ৩০জন প্রতিনিধিত্বশীল কৃষককে প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে তাদের মাঝে প্রতি ইউনিয়নের জন্য ১০০ বিঘা করে মোট ৩০০ বিঘা জমিতে গ্রীষ্মকালীন টমেটো চাষের জন্য ১০ কেজি বারি হাইব্রিড টমেটো- ৮ এর বীজ বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন খুলনা কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ জনাব মুস্তফা কামাল শাহাদাৎ।