
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় এবার এক পুলিশ সদস্যের স্ত্রীর শরীরে করোনা পজেটিভ ধরা পড়েছে। সাতক্ষীরায় করোনা সংক্রমনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে। এছাড়া করোনার সংক্রমণ নিয়ে ঢাকা থেকে পালিয়ে সাতক্ষীরায় আসছেন কেউ কেউ। এসব নিয়ে উদ্বিগ্ন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ।
সাতক্ষীরা কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, গত ৩ জুন খোরদো পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যের স্ত্রীর নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। রোববার রাতে তার শরীরে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। পুলিশ সদস্যকেও নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস জানান, ওই পুলিশ সদস্য খোরদে বাজারে একটি ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকেন। ওই বাড়িসহ আশপাশের কয়েকটি ঘরবাড়ি লকডাউন করা হয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয় থেকে জানা গেছে, জেলায় বর্তমানে করোনা পজেটিভ রোগীর সংখ্যা ৫৪ জন। নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে ১১৪৫ জনের। রিপোর্ট এসেছে ৭৪৯ জনের। এছাড়া সুস্থ হয়েছেন করোনা আক্রান্ত তিনজন। হাসপাতালের আইসোলেশনে করোনা পজেটিভ রয়েছে একজন, বাকি ৫৩জন নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, ঢাকা থেকে করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরার কালিগজ্ঞ উপজেলার নলতা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে পালিয়ে এসেছেন একজন। সোমবার সকালে ওই আক্রান্তের বাড়িসহ আশপাশের ঘরবাড়ি লকডাউন করা হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. জয়ন্ত কুমার ঘটনাটি নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়ত জানান, জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। বর্তমানে ৫৪ জন করোনা পজেটিভ রোগী রয়েছে সাতক্ষীরায়। ঢাকা থেকে করোনা আক্রান্ত হয়ে পালিয়ে সাতক্ষীরায় এসেছেন তিনজন। যা স্বাস্থ্য বিভাগকে ভাবিয়ে তুলছে। তবে স্বাস্থ্য বিভাগের টিম মাঠে কাজ করছে।