
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় করোনার প্রাদুর্ভাব ও সুপার সাইক্লোন আম্ফানের ক্ষয়ক্ষতি ও ক্ষতিগ্রস্থদের মাঝে চলমান ত্রাণ কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে সাতক্ষীরা কালেক্টরেট ভবনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাস সংক্রান্ত সাতক্ষীরা জেলায় দায়িত্ব প্রাপ্ত সচিব শেখ ইউসুফ হারুন এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় সাতক্ষীরা-১ আসনের এমপি এ্যাড.মোস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা সদর-২ আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি, জেলা পুলিশ সুপার । এস, এম মোস্তাফিজুর রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, সাতক্ষীরা সিভিল সার্জন সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ওই সভায় উপস্থিত একাধিক দায়িত্বশীল সূত্র জানায়, সভায় কালেক্টরেট ভবনের একজন সর্বোচ্চ পর্যেয়ের সরকারি কর্মকর্তার সাথে স্থানীয় এক জনপ্রতিনিধির উচ্চ বাক্য বিনিময় হয়।
এক পর্যায়ে ঐ জনপ্রতিনিধি সভাকক্ষ ত্যাগ করতে চাইলে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা সদর-২ আসনের এমপি তাকে নিবৃত করেন । অপর দিকে জন-প্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন তার অধীনস্থ প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের নিয়ন্ত্রণ করেন । বিষয়টি আজ টক অব দ্যা মিটিং তথা টক অব দ্যা সাতক্ষীরায় পরিনত হয়।
এ বিষয়ে উচ্চ পদস্থ ঐ সরকারি কর্মকর্তা সাংবাদিকদের বলেন, সব কাজে সমালোচনা হলে ভালো লাগেনা ।
আর ঐ জনপ্রতিনিধি জানান, সরকারি ঐ কর্মকর্তা যেভাবে সভায় কথা বলেছেনদায়িত্বশীল পদে থেকে তিনি তা বলতে পারেন না । আমি এর প্রতিবাদ করেছি । উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে । ওই সভা কক্ষ ত্যাগ করতে চেয়েছিলাম । আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দ আমাকে নিবৃত করেছেন ।
সভা শেষে জন-প্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন সাংবাদিকদের মুখোমুখি হলে তিনি ব্যস্ততার কথা বলে খুলনায় চলে যান ।