
নিজস্ব প্রতিবেদক: ০৯ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় মন্ত্রিপরিষদ বিভাগের তত্বাবধানে এবং জেলা প্রশাসন, সাতক্ষীরার আয়োজনে লেকভিউ সম্মেলন কক্ষে অনলাইন অভিযোগ প্রতিকার ব্যবস্থা-এর ব্যাপক পরিচিতি এবং ব্যবহার সম্প্রসারণের লক্ষে গৃহীত পাইলট কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান অনু্িষ্ঠত হয়েছে। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন মোঃ কামাল হোসেন, সচিব (সমন্বয় ও সংস্কার) মন্ত্রিপরিষদ বিভাগ, ঢাকা। বিশেষ অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে বক্তব্য প্রদান করেন ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, প্রকল্প পরিচালক, (এটুআই), মোঃ খালিদ হাসান, যুগ্ম সচিব (সামাজিক নিরাপত্তা কর্মসূচী) মন্ত্রিপরিষদ বিভাগ, এ্যাঙ্গা আর টিমিলসিনা, প্রতিনিধি (ইউএনডিপি), আনির চৌধুরী, পলিসি এ্যাডভাইজার (এটুআই), মোঃ মোখলেসুর রহমান, উপসচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, হুসাইন সাফায়েত, সিভিল সার্জন, সাতক্ষীরা, আসাদুজ্জামান বাবু, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, সাতক্ষীরা সদর, এম এম মাহমুদুর রহমান, প্রধান নির্বাহী, জেলা পরিষদ, সাতক্ষীরা, মাশরুবা ফেরদৌস, উপপরিচালক, স্থানীয় সরকার, কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), মোঃ তানজিল্লুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মোঃ রেজা রশীদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, আমরা সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধি ২৪ ঘন্টায় প্রতিনিয়ত অভিযোগ প্রতিকার করে থাকি, তবে নির্দিষ্ট ফ্রেমওয়ার্কে করা গেলে কাজটা আরো কার্যকর হবে। অভিযোগ প্রতিকার ব্যবস্থা’য় প্রথম বারের জন্য পাইলটিং হিসেবে সাতক্ষীরা পৌরসভা, সদর ও আশাশুনি উপজেলাকে বেছে নেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।