
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা শহরের সুলতানপুর শেখ পাড়ায় সোমবার সন্ধ্যার পরে একটি বাড়িতে দূর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এসময় চোরেরা বাড়ীর তৃতীয় তলার ছাদ’র ঘরের তালা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ১২ হাজার টাকা ও মূল্যবান জামা কাপড় নিয়ে নির্বিগ্নে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরা শহরের সুলতানপুর শেখ পাড়া এলাকায়। পুরাতন সাতক্ষীরা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত চুরি যাওয়া মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। জানাযায়, সাতক্ষীরা শহরের শেখ পাড়া এলাকার মৃত-শেখ শরিফুল ইসলামের স্ত্রী রাবেয়া ইসলাম স্বপ্না বাড়িতে না থাকায় বাড়িতে দেখাশুনার জন্য কাজের লোক ছিল। তারা সন্ধ্যার পর পাশর্^বর্তী তার বাড়িতে রাতের খাবার খেতে যায়। পরে সে রাত নয়টার পরে ফিরে এসে দেখতে পায় সংগবদ্ধ চোরেরা তিনটি আলমারী ও একটি ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেঙ্গে ৩ ভরি স্বর্ণালংকার, নগদ ১২ হাজার টাকা ও মূল্যবান জামা কাপড় নিয়ে গেছে। মঙ্গলবার সকালে চুরির ঘটনার ব্যাপারে পুলিশকে খবর দেওয়া হয়। চুরির আলামত থেকে ভূক্তভোগি ও পুলিশের ধারনা স্থানীয় ও জানা শোনা সংগবদ্ধ চোর চক্রের কাজ। পুরাতন সাতক্ষীরা পুলিশ ফাড়ির এস.আই রবীন চন্দ্র মন্ডল ও এ.এস.আই আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাথে সাথে চুরি যাওয়া মালামাল উদ্ধার পুর্বক চুরির ঘটনায় জড়িতদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।