
ঈমান আলী/জগন্নাথ রায়: সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে ২নং ওয়ার্ডের রাজাপুর গ্রামে জিহান আলী নামক এক ব্যক্তির ক্রয়কৃত জমি জবরদখলের উদ্দ্যেশে, জমিতে থাকা ফসলের ক্ষয়ক্ষতি স্বাধনের পাশাপাশি স্থানীয় সন্ত্রাসী দ্ধারা মারপিট, জীবনশের হুমকী-ধমকী প্রদান সহ নানাভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে ঐ এলাকার মৃতঃ হেমন্ত সরকারের ছেলে বসন্ত সরকারের বিরুদ্ধে। বৃহঃপতিবার বিকালে আলিপুর ইউনিউয়নের মাহমুদপুর গ্রামের মৃতঃ জোনাব আলীর পুত্র মোঃ জিহান আলী সাংবাদিকদের কাছে এমনটিই জানান।
তিনি আরোও জানান, অত্র এলাকার স্থানীয় কাউন্সিলর মহাদেব মাখালের শেল্টারে বসন্ত সরকার তার ক্রয়কৃত জমিতে থাকা ফসলের ক্ষয়ক্ষতি সাধন সহ তাকে নানাভাবে হয়রানি করে বেড়াচ্ছে।
উক্ত ঘটনার বিষয়ে জিহান আলী বলেন, দুই বছর আগে তিনি শিবপুর ইউনিয়নের বাসিন্দা মোজাম ও রিজাউল ইসলামের মারফত অত্র এলাকার বাসিন্দা মৃতঃ আনান্দ সরকারের ছেলে সৃষ্টিধর ও মাধবকে অগ্রীম কিছু টাকা দিয়া বায়নাপত্র করেন। এ খবর জানতে পেরে বসন্ত সরকার ঐ জমির উপর থাকা মৎস্য ঘেরে জোরপূর্বক মাছ ধরার পাশাপাশি ফসলের ক্ষয়ক্ষতি স্বাধন করতে থাকে। বিষয়টি সম্পর্কে জিহান আলী অবগত হলে বসন্ত সরকারকে গ্রাম্য শালিশের মাধ্যমে শান্তিপূর্ন সমাধানের প্রস্তাব দেন। ঠিক সেই মুহূর্তে ঐ এলাকার কাউন্সিলর মহাদেব মাখাল জিহান আলীকে ফোন দিয়ে তার সাথে দেখা করতে বলেন। পরের দিন সকালে জিহান আলী কাউন্সিলর মহাদেব মাখাল ও বসন্ত সরকারের সাথে দেখা করিতে গেলে বসন্ত সরকার আচমকা তার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে বসে, তা না হলে তাকে অনেক সমস্যায় পড়তে হবে বলে হুশিয়ারী দেন। কিন্তু জিহান আলী টাকা দিতে অস্বীকার করে এবং পরবর্তীতে সৃষ্টিধর ও মাধব সরকারের মালিকাধীন শিবপুর ইউনিয়নের রাজাপুর মৌজার এস এ ৩১৬, ৩১৭ ও ৩১৮ দাগের ৮৬২/৬৩/৬৪ হালে ৩ একর ৫৯ শতক জমি ক্রয় করেন। এ ঘটনার প্রেক্ষিতে জিহান আলীর উপর মহাদেব মেম্বর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তিনি ও বসন্ত সরকার মিলে তাকে স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে হুমকী-ধমকী প্রদানসহ নানাভাবে হয়রানি করতে থাকে। ঘটনাটির প্রতিবাদ করিলে তারা জিহান আলীর ভায়রা ভাই হাসান আলীকে মারপিট করে এবং তাকে ঐখান থেকে উচ্ছেদ করার হুমকী প্রদান করতে থাকে।
উক্ত ঘটনার বিষয়ে মহাদেব মেম্বরের কাছে জানতে চাইলে তিনি ঘটনাটি অস্বীকার করে বলেন, তিনি জিহান আলীকে ভালভাবে চিনেন না । তবে জিহান আলী নামক এক ব্যাক্তি তার ওয়ার্ডে জমি কিনেছেন তিনি তা শুনেছেন এবং এটা নিয়ে গত শনিবার (১৮জুলাই ২০২০)মারপিটের ঘটনা ঘটেছে বলে তিনি জানান। তখন তিনি সেখানে হাজির হয়ে দুই পক্ষকে শালিসের মাধ্যমে শান্তিপূর্ন সমাধানের পরামর্শ দেন। তিনি আরোও জানান, সত্যকে আড়াল করতে ক্রয়কৃত জমির মালিক জিহান আলী ঘটনাটি অন্যদিকে ঘুরানোর চেষ্টা করছে। এছাড়া বসন্ত সরকারের কাছে যোগাযোগ করার চেষ্টা করেও তা সম্ভব হয়নি।
এমতাবস্থাায় জিহান আলী কাউন্সিলর মহাদেব মাখালের এমন আচরন থেকে রক্ষা পেতে এবং তার নিজের কোবলা রেজিস্ট্রীকৃত জমি টিকিয়ে রাখতে প্রশাসনের উর্দ্ধতর কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।