
জেলা পর্যায়ে আস্থা প্রকল্পের সরকারী কর্মকর্তা ও অন্যান্য স্টেকহোল্ডাদের সাথে যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্মের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের আয়োজনে সুহজারল্যান্ড সরকারের অর্থায়নে এবং রূপান্তরের বাস্তবায়নে ২২ ডিসেম্বর, ২০২৫ তারিখ সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে আয়োজিত পরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) স্থানীয় সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- পরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, সঞ্জীব কুমার দাস, উপ-পরিচালক সমাজসেবা অধিদপ্তর, সায়েদুর রহমান মৃধা, উপ- পরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, নাজমুন্নাহার, জেলা তথ্য অফিসার, মোঃ জাহারুল ইসলাম ও জেলা নির্বাচন অফিসার মোঃ হযরত আলী।
জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য ও অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা নাগরিক প্লাটফর্মের সভাপতি শেখ সিদ্দিকুর রহমান।
প্রকল্পের জেলা সমন্বয়কারী মাসুদ রানার পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে সভায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা যুব ফোরাম প্রতিনিধি কর্ণ বিশ্বাস, আইরীন সুলতানা ও চম্পকলতা দাশ। এসময় নাগরিক প্লাটফর্মের পক্ষে আলোচনা করেন প্রথম আলো নিজস্ব প্রতিবেদক কল্যান ব্যানার্জী, স্বদেশ এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জল, সুকুমার দাস বাচ্চু, নারীনেত্রী আনজুমান আরা মিনি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শীলা রানী হালদার, মফিজুর রহমান প্রমুখ। সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্লাটফর্ম ও উপজেলা যুব ফোরামের প্রতিনিধিবৃন্দ এবং প্রকল্পের ফিল্ড অফিসার বিপুল রায়।
সভায় উপস্থিত বক্তারা একটি সংবেদনশীল সমাজ গঠনের জন্য সাম্প্রদায়িক সহিংসতা প্রতিরোধে যুবদের সম্পৃক্ততা বাড়াতে সহযোগিতামূলক কার্যক্রমের কৌশল তৈরি করার জন্য যথাযথ পরামর্শ ও আগামী সংসদ নির্বাচন-গণভোটে প্রান্তিক জনগোষ্ঠীকে ভোট প্রদাণে উদ্বদ্ধকরণ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে যুব ফোরাম ও নাগরিক প্লাটফর্মের করণীয় এবং সরকারের বিভিন্ন দপ্তরের উদ্যোগ বিষয়ে পরামর্শ প্রদাণ করেন।

