নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সদস্যগণ গত ০১ জুন ২০২১ তারিখ হতে ১৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত সীমান্ত হতে মালিকবিহীন অবস্থায় ফেন্সিডিল ১১,৭৮৯ বোতল, বিভিন্ন প্রকার মদ- ৫,৭৮১ বোতল, গাঁজা-২৪৩ কেজি, হিরোইন- ২৪ গ্রাম ৩১ মিলিগ্রাম, ইয়াবা ট্যাবলেট – ১৭,৭৮৬ পিচ, ভারতীয় অনাগ্রা ট্যাবলেট-৩৫,৪৬৫ পিচ, ভারতীয় সেনেগ্রা ট্যাবলেট-৪৭,৪৩২ পিচ, ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট-১৪৮ পিচ, পাতার বিড়ি-৩,৮৭,০০০ প্যাকেট, তামাক পাতা-৩২৫ কেজি এবং তামাক পাতার গুড়া-৩০৫ কেজি আটক করতে সক্ষম হয়েছে।
আটককৃত এ বিপুল পরিমান মাদকদ্রব্য সোমবার (২০ ফেব্রুয়ারি ২০২৩ ) সকাল সাড়ে ১০টায় ৩৩ বিজিবি সদর দপ্তরে ধ্বংস করা হয়। এসময় কর্ণেল মামুনূর রশীদ, পিএসসি, সেক্টর কমান্ডর, খুলনা, লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, পিএসসি, জি, অধিনায়ক, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি), মেজর রেজা আহমেদ, অতিরিক্ত পরিচালক (অপারেশন), সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি), সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি), সজীব তালুকদার, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সাতক্ষীরা সদর, মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মোঃ তাজুল ইসলাম, পরিদর্শক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সাতক্ষীরা সার্কেল, জনাব মোঃ মাসুদ রানা, সহকারী রাজস্ব কর্মকর্তা, কাস্টমস্ এক্সাইজ ও ভ্যাট সার্কেল এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দের উপস্থিত ছিলেন।