নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনষ্টিক ওনার্স এ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় তুফান কনভেনশন সেন্টারের পদ্মা হলে ওনার্স এ্যাসোসিয়েশন সাতক্ষীরার নবনির্বাচিত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাক্তন মন্ত্রী ডাঃ আফতাবুজ্জামান। প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনষ্টিক ওনার্স এ্যাসোসিয়েশন সাতক্ষীরার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম । এসময় আরো বক্তব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি পুলক কুমার পাল, এস ডি হাসপাতালের স্বত্বাধিকারী কে এম মুজাহিদুল ইসলাম (প্রিন্স), যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল খায়ের, সাংগঠনিক সম্পাদক মো. আবু বকক্কর সিদ্দিক, কার্যনির্বাহী কমিটির সদস্য ডাঃ তনয় কৃঞ্চ পাল, সুতপা রাহা টুম্পা, ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মো. আনোয়ার হোসেন, বুশরা হাসপাতালের পরিচালক জাহিদ হাসান, শ্যামনগর এ্যাপোলো হাসপাতালের পরিচালক জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ বিধান চন্দ্র মন্ডল, প্রচার সম্পাদক সি এম নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. শাহিনুর রহমান (শাহিন), সমাজ কল্যাণ সম্পাদক মো. আইয়ুব আলী, কার্যকরী সদস্য মো. ফজলু রহমান, তপন কুমার বিশ্বাস, আসাদুজ্জামান আসাদ, মো. গোলাম ইয়াছীন আলম, মো. জাহাঙ্গীর হোসেন, আব্দুস সালাম, রেজাউল্ল্যাহ, মো. রবিউল ইসলাম প্রমুখ। এসময় সংগঠনের সকল পর্যায়ের সদস্যবৃন্দন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যেটুকু প্রয়োজন পরীক্ষা দিতে হবে। কখনো প্রয়োজনের বাহিরে অতিরিক্ত পরীক্ষা না দেওয়ার অনুরোধ জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ।
সাতক্ষীরায় প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ওনার্স এ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান
পূর্ববর্তী পোস্ট