নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার রাত ১০টার দিকে তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এনিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সাতক্ষীরায় মারা গেলেন ৪জন। এছাড়া গত ২৪ ঘন্টায় আরও ৮ জন রোগী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালসহ অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ২শ’ ৯২ জনে। মারা যাওয়া ব্যক্তির নাম জাহিদুল ইসলাম (৩৫)। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার বকচরা গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: জয়ন্ত কুমার সরকার জানান, জাহিদুল ইসলাম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোববার বিকেলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধিন অবস্থায় রোববার রাতেই তিনি মারা যান। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সর্বশেষ ডেঙ্গু জ্বর সংক্রান্ত প্রতিবেদন অনুযায়ী জেলায় ইতোমধ্যে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ২শ’ ৯২ জন। এদের মধ্যে বর্তমানে বিভিন্ন সরকারি- বেসরকারী হাসপাতাল ও ক্লিনিকে ৩৪ জন রোগী ভর্তি রয়েছেন। বাকীরা সুস্থ্য হয়েছেন।
সাতক্ষীরায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত প্রায় তিনশ
পূর্ববর্তী পোস্ট