
নিজস্ব প্রতিবেদক :
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উদ্যোগে “উঠানে নতুন সংবিধান” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে সাতক্ষীরা শহরের আল-বারাকা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় পিৎজা মিলান রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরোয়ার তুষার যুগ্ন আহবায়ক এনসিপি।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের রাজনৈতিক সংস্কার, নতুন গণপরিষদ নির্বাচন, সংবিধান প্রণয়ন ও বিচার ব্যবস্থার সংস্কার সময়ের দাবি। জনগণের প্রত্যাশা পূরণে একটি গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক সংবিধান প্রণয়ন জরুরি হয়ে উঠেছে।
এ সময় জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আরো বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন।
আলোচনা শেষে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয় এবং গণআন্দোলনের মাধ্যমে সংস্কারের পথ সুগম করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
এ সময় উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন, কামরুজ্জামান বুলু (জেলা সমন্বয়ক সাতক্ষীরা), আহসান উল্লাহ (যুগ্ম সমন্বয়ক, সাতক্ষীরা জেলা শাখা), অধ্যক্ষ মোহাম্মদ আখতারুজ্জামান(যুগ্ম সমন্বয়ক, সাতক্ষীরা জেলা শাখা), মুফতি ইনজামামুল ইসলাম, মেজবা কামাল মুন্না,নাজমুল ইসলাম, রাশিদুল হাসান প্রমুখ।