
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় আম্ফানে ক্ষতিগ্রস্থ্য ও দুঃস্থ্য অসহায় হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছেন খুলনা নর্দান ইউনিভার্সিটির ভিসি ও লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড.আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ।
আজ বেলা ১২টার দিকে সাতক্ষীরা দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে ৫০০ পরিবারের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে ড.আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ’র পক্ষ থেকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম মোস্তফা। এছাড়া অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান নুরমমিন, কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আসাদুল ইসলামসহ লাইফ এন্ড হোফ ফাউন্ডেশনের কর্মকর্তা বৃন্দ। প্রতি বছরের ন্যায় এবারও খুলনা নর্দান ইউনিভার্সিটির ভিসি ও লাইফ এন্ড হোফ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড.আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ তার ব্যক্তিগত তহবিল থেকে হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল ও শীত বস্ত্র বিতরণ কর্মসূচী হাতে নিয়েছে। এ বছর দেবহাটা, আশাশুনি ও কালিগঞ্জ উপজেলায় ধারাবাহিক ভাবে মোট ১৫০০ পরিবারের মাধে এই শীত বস্ত্র বিতরণ করা হবে।