
জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) ঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালিগঞ্জ) সংসদীয় আসনে জাপার দলীয় মনোনয়ন ক্রয় করেছেন এড. আলিফ হোসেন।
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে দলের মনোনয়ন পত্র ক্রয় করেন, আশাশুনিতে জাতীয় পার্টির পক্ষে নিরলস ভাবে কার্যক্রম পরিচালনাকারী এড. আলিফ হোসেন। তিনি দলের হয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র ক্রয় করে এমপি পদে প্রতিদ্বন্দ্বতায় নামতে ইতিমধ্যে প্রস্তুতি গ্রহন করেছে। জানাগেছে, সাতক্ষীরার অপর ৩টি আসন থেকে দলীয় মনোনয়ন পত্র ক্রয় করা হয়েছে। তাঁরা হলেন, সাতক্ষীরা-১ আসনে এড. মোড়ল জিয়াউর রহমান, সাতক্ষীরা-২ আসনে শেখ আশরাফুজ্জামান (সাবেক এমপি), সাতক্ষীরা-৪ আসনে এড. শেখ আব্দুর রশিদ।

