
নিজস্ব প্রতিবেদক: ভারত থেকে চোরা পথে গাঁজা আনার সময় এক চিহ্নিত মাদক চোরাকারবারি কে আটক করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ। আটককৃত মাদক চোরাকারবারি মোকারম হোসেন (৪০) সদর উপজেলার ভাদড়া গ্রামের মাহবুবুর সরদারের ছেলে।
বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার কুশখালি ইউনিয়নের টেংরা বাদ হিলকি মোড় থেকে ৫ কেজি গাঁজা সহ তাকে আটক করে পুলিশ। এঘটনায় সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হুসেন এক প্রেস ব্রিফিং এ বলেন, থানা এলাকায় অস্ত্র- মাদকদ্রব্য, গ্রেফতারী পরোয়ানা উদ্ধার অভিযান পরিচালনা করা কালে বৃহস্পতিবার ভোররাতে এসআই দেব কুমার দাস,এএসআই গোলাম মোস্তফা সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে এক চিহ্নিত মাদক চোরাকারবারি কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক মাদক চোরাকারবারি কে নিয়মিত মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর থানা পুলিশের ওসি তদন্ত বাবুল আক্তার, ওসি অপারেশন মাসুম খান, ওসি ইন্টেলিজেন্স বিশ্বজিৎ, সেকেন্ড অফিসার এসআই ওহিদুল ইসলাম বিপিএম।