আহাদুর রহমান জনি:
সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মাইক্রোবাস কোচ শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-৫৫০) প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক লিয়াকত আলীর স্মরণ সভা কেন্দ্রীয় বাস টার্মিনালে অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মাইক্রোবাস কোচ শ্রমিক ইউনিয়নের আয়োজনে সোমবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় শ্রমিক নেতা শেখ রবিউল ইসলাম রবির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মাইকোবাস মালিক সমিতির সভাপতি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ।
শ্রমিক নেতা কাজী আক্তারুজ্জামান মহব্বতের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান বক্তা ছিলেন, সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক শ্রমিক নেতা আব্দুল্লাহ সরদার। অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন, জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব মাহমুদুল আলম বিবিসি, শ্রমিক ইউনিয়নের চলতি দায়িত্বের সভাপতি মো. মুকুল হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন টিটু প্রমুখ। স্মরণ সভায় শ্রমিক নেতা লিয়াকত আলীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন আমিনিয়া জামে মসজিদের খতিব হাফেজ মো.রেজাউল করিম।