
নিজস্ব প্রতিবেদক: ফুল, মিষ্টি, অভিনন্দন ও প্রাণের উচ্ছাসের বহিঃপ্রকাশ বুকভরা ভালবাসায় সিক্ত হল সাতক্ষীরা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে স্যোসাল যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও অনলাইন পোর্টাল নিউজে সাতক্ষীরা প্রেসক্লাবের নতুন কমিটির খবর ছড়িয়ে পড়লে সাংবাদিক সমাজসহ সাতক্ষীরার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আনন্দের বহি-প্রকাশ ঘটাতে সাতক্ষীরা প্রেসক্লাব ভবনে ফুল ও মিষ্টি নিয়ে সমবেত হয়।
মানুষের ঢল নেমে সাতক্ষীরা প্রেসক্লাব প্রাঙ্গন লোকে লোকারন্য হয়ে যায়। সর্বত্রই আনন্দ ও উচ্ছাসের বহিঃপ্রকাশ ঘটেছে। এ সময় সাতক্ষীরা প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি জি.এম নুর ইসলাম ও মোজাফ্ফার রহমানসহ ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুল, মিষ্টি ও ভালবাসা দিয়ে বরণ করে নেয়।
এসময় ফুলেল শুভেচ্ছা জানায় সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল খায়ের সরদার, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট সোসাইটি’র পক্ষে সেক্রেটারী মোহাম্মদ আবু সায়ীদ,
সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষে জ্যোৎস্না আরা, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি সংসদ জেলা শাখার সভাপতি সৈয়দ জয়নুল আবেদীন জসি, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার মোহাম্মদ আলী সুজন, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক মো. মহসীন হোসেন বাবলু, দৈনিক যুগেরবার্তা পত্রিকার বার্তা সম্পাদক খন্দকার আনিছুর রহমান,
সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার পক্ষে সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা কৃষকলীগের পক্ষে যৃগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, জেলা তাঁতীলীগের পক্ষে সভাপতি মীর আজহার আলী শাহীনসহ সাতক্ষীরার বিভিন্ন রাজনীতিক এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এসে নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের নব-নির্বাচিত সহ-সভাপতি দৈনিক কল্যাণের জেলা প্রতিনিধি কাজী শওকত হোসেন ময়না, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক আমার বার্তা ও ডেইলি ট্রাইব্যুনালের জেলা প্রতিনিধি এ বি এম মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক দৈনিক ইনকিলাবের জেলা প্রতিনিধি আক্তারুজ্জামান বাচ্চু, কোষাধ্যক্ষ সাপ্তাহিক মুক্ত স্বাধীনের সম্পাদক আবুল কালাম, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক নিউজ টোয়েন্টি২৪ এর জেলা প্রতিনিধি শাকিলা ইসলাম জুই, দপ্তর সম্পাদক যমুনা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আহসানুর রহমান রাজীব,
নির্বাহী সদস্য দৈনিক জনতার জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা কালিদাস কর্মকার, দৈনিক সাতনদীর সম্পাদক হাবিুবর রহমান, আরটিভির জেলা প্রতিনিধি রামকৃষ্ণ চক্রবর্তী, গাজী টিভি ও দৈনিক পূর্বাঞ্চলের জেলা প্রতিনিধি কামরুল হাসান, দৈনিক ভোরের ডাকের জেলা প্রতিনিধি মোহাম্মদ আলী সুজনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সম্পাদক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।