
নিজস্ব প্রতিবেদক:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জেলা প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের সাফল্য অর্জন করায় শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিনন্দন জানানো হয়েছে।
বুধবার (২৯ মার্চ) সকাল ১০ টায় সাতক্ষীরা প্রি ক্যাডেট স্কুলের হলরুমে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমী, জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমীর আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে রচনা প্রতিযোগিতা- ক বিভাগ গল্প বলা নান্দনিক হস্তাক্ষর প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী অভিক বসু, রচনা প্রতিযোগিতায় ২য় স্থান অধিকারী ফারহানুল ইসলাম।
অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীরা হলেন সামিহা তাসনিম, অনিশা রহমান জুহি, সাফরিন জামান, নাজহা তাবাসচ্ছুম, নিধি বিশ্বাসকে স্কুলের পক্ষ থেকে সনদপত্র, বঙ্গবন্ধুর আত্মজীবনী বই, ক্রেস্ট, চকলেট ও বেলুন খেলনা সামগ্রী দিয়ে সংবর্ধনা প্রদান করেন স্কুলের উপাধ্যক্ষ ছন্দা রাহা।
বিদ্যালয়ে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আরো উৎসাহ অনুপ্রেরণা যোগাবে। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহনাজ পারভীন, কৃষ্ণপদ কুলিন, আশরাফুল ইসলাম সানা সহ সকল শিক্ষক ও অভিভাবকবৃন্দ।