আইয়ুব হোসেন রানা:
‘সুখী সুন্দর বাংলাদেশে আনন্দময় শৈশব চাই’ স্লোগানকে সামনে রেখে সদ্য প্রয়াত নাগরিক নেতা, শিশুবন্ধু শিক্ষাবিদ, সাংবাদিক আনিসুর রহিমের স্মৃতিবিজড়িত সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের আয়োজনে বার্ষিক বনভোজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সাতক্ষীরা শহরের অদূরে তুফান কনভেনশন সেন্টারের অডিটোরিয়াম মিলনায়তনে এ উপলক্ষে দিনব্যাপি চলে বর্ণাঢ্য আয়োজন।
এদিন সকাল থেকে সুন্দর, মনোরম ও আনন্দঘন পরিবেশে বিপুল সংখ্যক কচিকাচা শিশু শিক্ষার্থীর আনন্দ উল্লাস, হৈ হুল্লুড়ে মুখর ছিলো গোটা লেক ভিউ এর পরিবেশ। আনন্দে নতুন মাত্রা যোগ করে শিক্ষিকা ও অভিভাবকদের (বিশেষত মায়েদের) মনোমুগ্ধকর সাজগোজ ও সরব অংশগ্রহণ। সকাল ৯টায় নাস্তা গ্রহণ, ২০২২ সালের বার্ষিক পরীক্ষায় ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও ১টায় দুপুরের খাবার গ্রহণ করা হয়। এরপর শুরু হয় আকর্ষণীয় লাকি কুপন লটারির ড্র অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানটি ছিলো প্রাণবন্ত ও উৎসবমুখর।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্কুলের চেয়ারম্যান, প্রয়াত আনিসুর রহিমের সহধর্মিণী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. দিলারা বেগম, অধ্যক্ষ (অবঃ সচিব) আহমেদুর রহিম, ইডেন মহিলা কলেজের অবঃ শিক্ষক প্রফেসর সৈয়েদা সুলতানা সালমা, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান পত্নী শিলা আসাদ, সাংবাদিক আইয়ুব হোসেন রানা, অভিভাবক শ্যামল রাহা প্রমুখ। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন স্কুলের উপাধ্যক্ষ ছন্দা রাহা।
সার্বিক সহযোগিতায় ছিলেন, শিক্ষক সাদিয়া ইসলাম, কার্তিক রং, শাহানাজ পারভীন, পিযুষ কান্তি মন্ডল, কৃষ্ণপদ কুলীন, আশরাফুল ইসলাম, তাজমিন সুলতানা, সাজু রায় ও রহিমা খাতুন। সমগ্র অনুষ্ঠানটির প্রণবন্ত ও নান্দনিক উপস্থাপনায় ছিলেন শিক্ষক রেবেকা সুলতানা ও মাহমুদা জামান।