নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন উপলক্ষে মাল্টা গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর ) সকাল সাড়ে ৮ টায় সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে গ্রীন এনভায়রণমেন্ট মুভমেন্ট সাতক্ষীরার আয়োজনে এ গাছের চারা বিতরণ করা হয়। গ্রীন এনভায়রণমেন্ট মুভমেন্ট সাতক্ষীরার সভাপতি শেখ এজাজ আহমেদ স্বপন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ মো. আনিসুর রহিম। এসময় উপস্থিত ছিলেন শেখ হাসানাত মোস্তফা, সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলের উপাধ্যক্ষ ছন্দা রাহাসহ সকল শিক্ষক ও অভিভাবক বৃন্দ। অনুষ্ঠানে কমলমতি শিক্ষার্থীদের মাঝে ৩ শ’ মাল্টা গাছের চারা বিতরণ করা হয়। গাছের চারা পেয়ে কমলমতি শিক্ষার্থীরা আনন্দ উল্লাস প্রকাশ করে।
সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গাছের চারা বিতরণ
পূর্ববর্তী পোস্ট