নিজস্ব প্রতিবেদক: কোন আলোচনা ছাড়াই সাতক্ষীরা পৌরসভার পানির বিল তিনগুন বৃদ্ধি করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় সচেতন পৌর নাগরিক কমিটির ব্যানারে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন রেজাউল ইসলাম রাজা। প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব ও বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আ.লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, পৌর ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আসাদ আহমেদ অনজু, সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুয়েল হাসান, ভূমিহীন নেতা আব্দুস সাত্তার প্রমুখ।
সাতক্ষীরা পৌরসভার পানির বিল তিনগুন বৃদ্ধি করার প্রতিবাদে মানববন্ধন
পূর্ববর্তী পোস্ট