
নিজস্ব প্রতিবেদক: ঐতিহাসিক ৭ই মার্চ প্রথম বারের মত জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে সাতক্ষীরা জেলা পুলিশ।
রবিবার বিকাল ৩টায় সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠিত কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেক কাটেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহম্মেদ বাপী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ইয়াছিন আলম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আবুল কালাম বাবলাসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ছাড়াও বীর মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন ।