
মোঃ আকবর হোসেন,তালা:
সাতক্ষীরা তালা জেয়ালা গ্রামের উজ্জল নক্ষত্র দিবস চন্দ্র ঘোষ, ২০২০ সালে জাতীয় পর্যায়ে সমবায় পুরস্কারসহ ৪র্থ বারের মত জাতীয় পুরস্কারে ভুষিত হয়েছেন। এছাড়া তিনি উপজেলা পর্যায়ে অসংখ্যবার পুরস্কার পেয়েছেন বলে তালা সমবায় অফিস সুত্রে এবং দিবস ঘোষ হতে জানা যায়।
একান্ত সাক্ষাতকারে দিবস ঘোষ এ প্রতিনিধিকে জানান, তিনি তালা উপজেলার তালা সদর ইউনিয়নের জেয়ালা ঘোষ পাড়ার মৃত জ্ঞানান্দ্র নাথ এর পুত্র। তিনি ১৯৭০ সালে ৩টি দেশী জাতীয় গরু নিয়ে গাভী পালন শুরু করেন। ১৯৯৪ সালে সেই গরু বিক্রি করে ১টি বিদেশী গরু ক্রয় করেন। বর্তমানে তার খামারে ৫৫টি বিদেশী গরু আছে। তিনি ১৯৭৪ সাল হতে নিজেই দুগ্ধ দহন শুরু করেন। গাভী পালনের জন্য কাজের লোক থাকলেও, গাভীর দুধ দহনে তিনি স্বাচ্ছন্দ বোধ করেন। নিজের কাজ নিয়ে করতে ভালো বাসেন, এখনও তিনি সকালে ও বিকালে ২৩হতে ২৫টি গাভীর দুধ দহন করেন।
প্রতিটি গাভী হতে ১০ হতে ২০ কেজি পর্যন্ত দুধ পাওয়া যায় বলে তিনি জানান। এ সকল কাজের স্বীকৃতির পুরস্কার হিসেবে ২০০৭ সালে জাতীয় পর্যায়ে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার। জাতীয় পর্যায়ে ২০০৯ সালে শ্রেষ্ঠ দুগ্ধ সমবায় সমিতির পুরস্কার, ২০১১ সালে জাতীয় পর্যায়ে ব্যক্তিগত সমবায়ী হিসেবে পুরস্কার এবং বর্তমানে ২০২০ সালেও তিনি জাতীয় পর্যায়ে সমবায় পুরস্কারে ভুষিত হয়েছেন। এই নিয়ে তিনি ৪র্থ বারের মত জাতীয় পুরস্কার পেলেন।
এ ছাড়া উপজেলা পর্যায়ে তিনি টানা ১০ বৎসর শ্রেষ্ঠ সমবায় সমিতির পুরস্কারে ভুষিত হন। তিনি ২০০৬ সাল হতে ২০১৬ সাল পর্যন্ত একটানা জেয়ালা ঘোষ পাড়ার সমবায়ী দুগ্ধ উৎপাদন ও তালা কেন্দ্র দুগ্ধ সমিতির সভাপতি ছিলেন, আইনের জটিলতার জন্য ২ বৎসর পরে ২০১৮ সাল হতে অদ্যবদি আবারও সভাপতি নির্বাচিত হয়ে আছেন। তিনি ২০১০ সাল হতে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ মিল্কভিটার পরিচালক ছিলেন।
তিনি সমবায়ী হিসেবে ২০০৬ সালে সমিতির নিবন্ধন লাভ করেন। তিনি ৩ সন্তানের পিতা। এক মেয়ে ও দুই ছেলে। বড় ছেলে বিদুর চন্দ্র ঘোষ ঢাকা মিল্ক ভিটার অডিটর হিসেবে কর্মরত আছেন। ছোট ছেলে বিক্রম কুমার ঘোষ হিসাব বিজ্ঞানের উপর অনার্স করেছেন। মেয়েকে বিয়ে দিয়েছেন। বর্তমানে তিনি অনেক সুখে জীবন যাপন করছেন।
এ বিষয়ে জাতীয় পুরস্কারপ্রাপ্ত দিবস চন্দ্র ঘোষ বলেন, আমাদের সকলের পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে সফলতা আসবেই। যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করি। তাহলে আমরা অচিরেই বাংলাদেকে উন্নত দেশ হিসেবে দেখতে পাবো।
এ বিষয়ে,তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন,দিবস চন্দ্র ঘোষ আমাদের তালার গর্ব। তিনি নিজের কাজের স্বীকৃতি পেয়েছেন। তার কষ্ট সফল হয়েছে। তিনি তালা উপজেলাসহ সাতক্ষীরা জেলাকে সম্মানিত করেছেন। এই জন্য দিবস চন্দ্র ঘোষকে ধন্যবাদ জানান।
এ ছাড়া তিনি সমবায় অফিসার মোঃ রফিকুল ইসলামসহ সমবায় অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীদেরও ধন্যবাদ জানান। বিশেষ করে সমবায়ী পরিদর্শক অজয় কুমার ঘোষকে তিনি ধন্যবাদ জানিয়ে বলেন, এ পুরস্কারের জন্য তিনি রাত্রদিন পরিশ্রম করেছেন। তার চেষ্টা সফল হয়েছে।