
প্রেস বিজ্ঞপ্তি: বুধবার সাতক্ষীরা ট্যুরিষ্ট এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এসোসিয়েশনের সভাপতি মোঃ মাগফুর রহমানের সভাপতিত্বে শহরস্থ বাঁকালে বেলা ১১টায় উক্ত সভায় বিগত বছরের সকল কর্মকান্ড পর্যালোচনা করা হয়। আগামীতে কি কি কার্যক্রম পরিচালিত করা যেতে পারে তার উপরও সুনির্দিষ্টভাবে আলোকপাত করা হয়। নির্ধারিত কিছু গুরুত্বপূর্ণ বিধির পর্যালোচনা ও ব্যাখ্যা বিশ্লেষণ সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সকল প্রসঙ্গে বক্তব্য রাখেন ড. গোপাল চন্দ্র সরদার, মোঃ আব্দুল করিম, মোঃ ফজলুর রহমান, মোঃ আসাদুজ্জামান, মিজানুর রহমান, মনিরুজ্জামান মুন্না, জাহিদা আক্তার, মোঃ হাসান উল্লাহ, মোঃ আজিজুর রহমান, মোঃ মিজানুর রহমান প্রমূখ। সাধারণ সভায় বিগত বছরের আয় ব্যয় সহ আর্থিব বিষয়াদির বিবরণ পেশ ও অনুমোদন করা হয়। পরবর্তী মিটিং এর পূর্বে এসোসিয়েশনের পক্ষ থেকে বার্ষিক বন ভোজন, শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।