
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মো: সাইফুল ইসলাম বাবু সভাপতি ও আবু ছালেক সম্পাদক মনোনীত হয়েছেন।
কমিটি গঠনের লক্ষে শনিবার সকাল ১১ টায় সাতক্ষীরা তুফান কনভেনশন সেন্টারের যমুনা হলে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সাতক্ষীরা জেলা শাখার এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সাধারন সভার প্রথম পর্বে সমিতির সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক সাইফুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরিচালক রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পরিচালক রবিউল আলম, ইমরুল কায়েস ,খুলনা বিভাগীয় সভাপতি মো: আলমগীর, সাংগঠনিক কমিটির সাধারন সম্পাদক খন্দকার রহমত আলী, ঝিনাইদহা জেলার সভাপতি মো: শফিকুর রহমান, চুয়াডাঙ্গা জেলার সভাপতি হারুন অর রশীদ বাবু, খুলনা জেলার সাধারন সম্পাদক বোরহান উদ্দীন বিশ্বাস, কুষ্টিয়া জেলার সাধারন সম্পাদক মো: মাহবুবর রহমান ফারুক, মাগুরা জেলার সাধারন সম্পাদক মুসফিকুর রহমান, মাগুরা জেলা শাখার সহসভাপতি আবুল কালাম এবং খুলনা জেলা শাখার কোষাধ্যক্ষ সোহরাব হোসেন, সাতক্ষীরা সদর উপজেলার পক্ষ থেকে মনজুর খান চৌধুরী চন্দন, মিলন আহম্মেদ, সফিউল্লাহ ভুইয়া সাগর, ফজলুর রহমান, তালা উপজেলার পক্ষ থেকে আ জ ম নাসির উদ্দীন আবু, আ: হান্নান, আশাশুনি উপজেলার পক্ষ থেকে গাওছুল আযম, কালিগঞ্জ উপজেলার পক্ষ থেকে বিরেন্দ্র নাথ বিশ্বাস, শেখ আনজারুল ইসলাম, শ্যামনগর উপজেলার পক্ষ থেকে সামিউল ইসলাম সামু, রোকন উদ্দীন বাবু, কলারোয়া উপজেলার পক্ষ থেকে মাসুম হোসেন, আবু ছাঈদ রিপন, দেবহাটা উপজেলার পক্ষ থেকে আলহাজ্ব আ: গফ্ফার প্রমুখ।
অনুষ্ঠানের ২য় পর্বে খুলনা বিভাগীয় সাংগঠনিক কমিটির সভাপতি মো: আলমগীরের সভাপতিত্বে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সাতক্ষীরা জেলা শাখার কমিটি গঠন করা হয়। তিনি সকলের মতামতের ভিত্তিতে মো: সাইফুল ইসলাম বাবু কে সভাপতি,আলহাজ্ব মহিদুর রহমানকে সিনিয়র সহ সভাপতি,আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন মোল্যাকে সহসভাপতি, বিরেন্দ্র নাথ বিশ্বাষকে সহসভাপতি, নুরআলী মাষ্টারকে সহসভাপতি,সামিউল ইসলাম সামু কে সহসভাপতি, মো: আবু ছালেক কে সাধারন সম্পাদক, শেখ আনজারুল ইসলামকে অতিরিক্ত সাধারন সম্পাদক, আ: আলিম, রোকন উদ্দীন বাবু, মোস্তাফিজুর রহমান , সার্জেন মনিরুজ্জামান কে যুগ্ন সম্পাদক, তাহের হোসেন চান্দুকে কোষাধ্যক্ষ এবং সামছুর রহমান, আফতাবুজ্জামান ও রুস্তম আলীকে সদস্য করে কমিটির নাম ঘোষনা করেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো: আবু ছালেক।