
ইমরান সরদার,কলারোয়া থেকে: সাতক্ষীরা জেলার নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান আজ জেলার কলারোয়া থানা কার্যালয় পরিদর্শন করেন। ২৯ আগষ্ট বেলা ১টার দিকে তিনি কলারোয়ায় এসে পৌছালে সেখানকার থানা কর্মকর্তা(ওসি) নাসির উদ্দিন মৃধা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং গার্ড অব অনারের মাধ্যমে তাকে ছালাম প্রদান করা হয়। এ সময় থানার সকল পুলিশ অফিসার এবং কনস্টেবলগণ উপস্থিত ছিলেন।
কলারোয়া থানা সুত্রে জানা গেছে, পুলিশ সুপার মহোদয় কলারোয়া থানা কম্পাউন্ড, ব্যারাক, অফিস পরিদর্শন এবং থানার গুরুত্বপূর্ন রেজিস্টার সমূহ পর্যালোচনা করেন। এছাড়াও পুলিশ সুপার থানার সকল অফিসার ও ফোর্সের সহিত পরিচিত হন এবং মতবিনিময় করেন।
পরিদর্শনকালীন সময় তার সাথে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপস এ্যান্ড ক্রাইম)জনাব কনক কুমার দাস এবং সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান ।
মতবিনিময়কালীন তিনি পুলিশ অফিসার এবং কনস্টেবলদের স্মরণ করে দিয়ে বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বহাল থাকবে, যদি কোন পুলিশ সদস্য মাদকের সাথে কোনভাবে জড়িত থাকে তবে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার হুশিয়ারী দেন। এছাড়াও তিনি আরও বলেন, পুলিশ জনগনের সেবক তাই জনগনের সাথে ভাল ব্যবহার করতে হবে। একই সাথে তিনি বলেন, সাতক্ষীরা জেলার সকল পুলিশ সদস্য আমার সহকর্মী। তিনি টিম ওয়ার্ক কাজ করার মাধ্যমে সাতক্ষীরা জেলার আইন শৃংঙ্খলা সমুন্নত রাখার জন্য সকলকে নির্দেশ প্রদান করেন।
সকলের সু-স্বাস্থ্য কামনা করে মতবিনিময় শেষে বিকাল ৩টার দিকে পুলিশ সুপার মহোদয় নিজ অফিস কার্যালয় সাতক্ষীরার উদ্দেশ্যে রওয়ানা দেন।