নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ মে) বেলা ১১টায় জেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য মো. আল-ফেরদাউস আলফা, মাহফুজা রুবি, এ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, আসাদুজ্জামান সেলিম, মহিতুর রহমান, নুরুজ্জামান জামু, মতিয়ার রহমান ও জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস.এম খলিলুর রহমান প্রমুখ।
এ সময় সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে জেলার ৫ হাজার পরিবারকে ৫ কেজি করে চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ৪০০ গ্রাম সেমাই, লাচ্চা সেমাই ১ প্যাকেট, চিনি ৫০০ গ্রাম ও তেল ৫০০ গ্রাম বিতরণের লক্ষ্যে জেলা পরিষদের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে ইতিপূর্বে খাদ্য সহায়তা বিতরণ, সতর্কীকরণ লিফলেটসহ করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এসময় জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।