
প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ কৃষকলীগ সাতক্ষীরা জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সাতক্ষীরা শহরের হোসেন মার্কেটের ম্যানগ্রোভ সভাঘরে অনুষ্ঠিত বর্ধিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিত সাধু। প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শরীফ আশরাফ আলী। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নজমুল ইসলাম পানু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিসেস হালিমা রহমান, বেসরকারি সংস্থা বিষয়ক সম্পাদক মিরুল ইসলাম, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম বাদশা, কার্যনির্বাহী সদস্য মাহফুজা সুলতানা রুবি, খুলনা মহানগরের সদস্য সচিব অধ্যাপক এবিএম আদেল মুকুল।
সাতক্ষীরা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন ও যুগ্ম সম্পাদক প্রভাষক হেদায়েতুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, তালা উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষিবিদ মুরশিদা পারভীন পাপড়ী, সাতক্ষীরা জেলা কৃষকলীগের সহ-সভাপতি অধ্যাপক মো: আতিয়ার রহমান, সুজন মাহমুদ রিগেন, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি স ম তাজমিনুর রহমান টুটুল, পৌর কৃষকলীগের সভাপতি শামছুজ্জামান জুয়েল, সাধারণ সম্পাদক শাহ মো: আনারুল, কালিগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি অধিবাস আধিকারী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, শ্যামনগর উপজেলা কৃষকলীগের সভাপতি মঞ্জুর এলাহী, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, আশাশুনি উপজেলা কৃষকলীগের সভাপতি স ম সেলিম রেজা, সাধারণ সম্পাদক মতিলাল সরকার, কলারোয়া উপজেলা কৃষকলীগের আহবায়ক শেখ আমানুল্লাহ, সদস্য সচিব সঞ্জিব রায়, তালা উপজেলা কৃষকলীগের আহবায়ক মুক্তিযোদ্ধা মঈনুল ইসলাম, সদস্য সচিব ইন্দ্রজিত সাধু, দেবহাটা উপজেলা কৃষকলীগের আহবায়ক নির্মল কুমার, যুগ্ম আহবায়ক আব্দুর রব লিটু প্রমুখ।
এসময় অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান সাতক্ষীরা জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পৌর কৃষকলীগের সভাপতি সামছুজ্জামান জুয়েল। গীতা পাঠ করেন জেলা জেলা কৃষকলীগের সহ-সভাপতি সুবত চক্রবর্তী।