জামালপুরে কর্মরত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার প্রতিবাদ ও জড়িতদের কঠোর শাস্তির দাবিতে সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। শনিবার (১৭ জুন) সকাল ১০টায় সাতক্ষীরা পেসক্লাবের উদ্যোগে এই কর্মসূচি পালিত হবে। স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীদের এতে অংশ গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমান। প্রসঙ্গত, গত ১৪ জুন রাতে বাড়ি ফেরার পথে জামালপুরের বকশিগঞ্জের পাথাটিয়া এলাকায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়। নিহত নাদিম বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন।
সাংবাদিক নাদিম হত্যায় সাতক্ষীরা প্রেসক্লাবের মানববন্ধন শনিবার
পূর্ববর্তী পোস্ট