
সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগরের পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মালম্বীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় শহরের টেনিস ক্লাব চত্বরে এ খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সুশান্ত ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা অফিসার অলোক কুমার তরফদার, পলাশপোল পূজা উদযাপন কমিটির সভাপতি অসীত কুমার মল্লিক, সাতক্ষীরা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক বলাই কুমার ঘোষ এবং সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার প্রমুখ।
বক্তারা বলেন, পূজা শুধু ধর্মীয় আচার নয়, এটি সামাজিক সম্প্রীতির উৎসব। প্রতিটি মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করাই দুর্গাপূজার মূল শিক্ষা। পূজাকে কেন্দ্র করে সমাজে সম্প্রীতি আরও জোরদার হোক, এটাই সবার প্রত্যাশা। খাদ্যসামগ্রী পেয়ে স্থানীয়রা শেখ শফিক উদ দৌলা সাগরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, উৎসবের এই সময়ে তার এ সহযোগিতা সনাতন ধর্মাবলম্বীদের জন্য আনন্দকে আরও সমৃদ্ধ করেছে।