
স্টাফ রিপোর্টার, দেবহাটা:
দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী সখিপুর উদয়ন সংঘের আয়োজনে সখিপুর সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজ ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে ১৬ দলীয় ক্যারাম বোর্ড ও লুডু খেলা টুর্নামেন্ট। শুক্রবার (২ ডিসেম্বর) বিকাল ৪ টায় ক্যারাম ও লুডু প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন সখিপুর উদয়ন সংঘের সভাপতি আবু আবদুল্লাহ আল আজাদ। খেলার উদ্বোধন করেন ও প্রধান অতিথি ছিলেন উপজেলার ৩ নং সখিপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে সখিপুর উদয়ন সংঘের উপদেষ্টা মোখলেছুর রহমান, ডাঃ নজরুল ইসলাম, সখিপুর উদয়ন সংঘের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, দেবহাটা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উদয়ন সংঘের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, ইউপি সদস্যা সাজু পারভীন, সদস্যা রেহানা খাতুন, সদস্যা জুলেখা পারভীন, ইউপি সদস্যদের মধ্যে ন‚র মোহাম্মদ, রবিউল ইসলাম, মোখলেছুর রহমান, মোয়াজ্জেম হোসেন, ক্রীড়া সম্পাদক রবিউল ইসলাম ও সদস্য মাহবুব আলম প্রমুখ। সখিপুর উদয়ন সংঘের সার্বিক ব্যবস্থাপনায় ক্যারাম খেলার ফাইনালে রাজিব জুটি চ্যাম্পিয়ন হয়। আর অন্যদিকে লুডু খেলায় আবু রায়হান বিজয়ী হয়েছেন।