৭ ডিসেম্বর দৈনিক সাতনদী পত্রিকায় “শ্যামনগরের বিএনপি নেতা শহীদুজ্জামানের নেতৃত্বে গনচাঁদাবাজি, দখলবাজি ও অগ্নিসংযোগের অভিযোগ” শিরোনামে প্রধান সংবাদের একাংশে কাশিমাড়ি ইউনিয়নে যুবদল নেতা ফারুকের নেতৃত্বে চাদাবাজী, দখলবাজির কথা বলা হয়েছে। কিন্তু ভুলক্রমে যুবদল নেতা ফারুকের নাম বলা হয়েছে। এছাড়া ওই সংবাদের ভিতরের অংশে “দুই বনদস্যুর নিকট জিম্মি মীরগাংগের হাজার হাজার মানুষ” কোটেশনে আরও একটি খবর প্রকাশ হয়েছে। ওই খবরটি আলাদা একটি খবর। কিন্তু অনাকাঙ্খিত ভাবে বিএনপি’র খবরের মধ্যে প্রকাশ হওয়ায় আমরা আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। সেই সাথে সংশোধনী প্রকাশ করছি।
–বার্তা সম্পাদক–
প্রকাশিত সংবাদের সংশোধনী
পূর্ববর্তী পোস্ট