জাতীয় ডস্কে: বৃহস্পতবিার (১৯ সপ্টেম্বের) থকেে অশান্ত হয়ে উঠছেে র্পাবত্য চট্টগ্রামরে জলো খাগড়াছড়।ি শুক্রবার (২০ সপ্টেম্বের) সকালে সইে অস্থরিতা শুরু হয় আরকে জলো রাঙামাটতিওে। দুই জলোয় দফায় দফায় সংর্ঘষে ৪ জন নহিতরে পর আজ দুপুর ২টা থকেে ১৪৪ ধারা জারি করা হয়ছে।ে অ্যাক্টভিস্টিরা বলছনে, শান্তচিুক্তি বাস্তবায়তি না হওয়ায় দশেরে যকেোনও সংকটময় মুর্হূতে র্টাগটে হয়ে ওঠে পাহাড়রে তনি জলো। তারা বলছেনে, র্পাবত্য চুক্তরি বাস্তবায়ন মূল লক্ষ্য হওয়া উচতি। মানবাধকিার র্কমীরা বলছনে, সম্প্রতি পাহাড়রে সংগঠনগুলোর মধ্যে যে ঐক্যরে সুর দখো দয়িছেলি সটো ভঙেে দওেয়া মূল র্টাগটে কনিা তা ববিচেনায় নতিে হব।ে এদকিে ১৪৪ ধারা জাররি পর পাহাড়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানয়িে অর্র্ন্তবতীকালীন সরকার বলছে,ে সৃষ্ট সমস্যা সমাধানরে কাজ চলছ।ে শনবিার (২১ সপ্টেম্বের) স্বরাষ্ট্র উপদষ্টোর নতেৃত্বে সরকাররে উচ্চ র্পযায়রে একটি প্রতনিধিদিল খাগড়াছড়ি ও রাঙামাটি পরর্দিশন করবনে।
প্রতনিধিদিলে থাকছনে স্বরাষ্ট্র উপদষ্টো, র্পাবত্য চট্টগ্রাম বষিয়ক উপদষ্টো, স্থানীয় সরকার উপদষ্টো এবং প্রতরিক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বষিয়ক প্রধান উপদষ্টোর বশিষে সহকারী। শুক্রবার (২০ সপ্টেম্বের) প্রধান উপদষ্টোর র্কাযালয়রে এক সংবাদ বজ্ঞিপ্ততিে এ তথ্য জানানো হয়।
বৃহস্পতবিার (১৯ সপ্টেম্বের) বকিালে খাগড়াছড়রি দীঘনিালায় বক্ষিোভ মছিলি ও সমাবশেকে কন্দ্রে করে দুই পক্ষরে মধ্যে হামলা ও অগ্নকিা-রে ঘটনা ঘট।ে দীঘনিালা সরকারি ডগ্রিি কলজেরে সাধারণ শক্ষর্িাথীদরে ব্যানারে খাগড়াছড়রি মামুন হত্যার প্রতবিাদে এদনি বকিালে বক্ষিোভ মছিলি ও কলজে গটে এলাকায় সমাবশে অনুষ্ঠতি হয়। সমাবশে শষে হওয়ার পর র্দুবৃত্তরা হামলা চালালে দুই পক্ষরে মধ্যে সংর্ঘষ শুরু হয়। এর পরপরই অগ্নকিা-রে ঘটনা ঘট।ে রাতরে গোলাগুলি ও বকিালরে সংর্ঘষরে ঘটনায় তনি জন নহিত হয়ছেনে।
খাগড়াছড়-িরাঙামাটতিে হামলা ও অগ্নসিংযোগরে ঘটনায় শুক্রবার ঢাকা বশ্বিবদ্যিালয়ে বক্ষিোভরে উদ্যোগ ননে সতজে চাকমা। কনে পাহাড়ে এই অস্থরিতা জানতে চাইলে তনিি বলনে, ‘পাহাড়রে বভিন্নি স্টকেহোল্ডার আছ,ে যারা যকেোনও সংকটময় মুর্হূতে পাহাড়ে অস্থতিশিীলতা আনতে চায়। র্পাবত্য চট্টগ্রামে ৫৩ বছর ধরইে এই অস্থতিশিীলতা জইিয়ে রাখা হয়ছে।ে অশান্ত পরস্থিতিরি কারণইে এরা সবসময় আক্রান্ত হয়। পাহাড়রে যে শান্তচিুক্তি সটো আজও বাস্তবায়ন হয়ন।ি আমাদরে বচ্ছিন্নিতাবাদী সন্ত্রাসী বলা হয়। আমরা চাই এখন পাহাড়ি আদবিাসীদরে জান-মালরে নশ্চিয়তা দওেয়া হোক। দ্রুত চুক্তি বাস্তবায়ন করা হোক।’
পাহাড়ি সংগঠনগুলোর মধ্যে দৃশ্যমান ঐক্য দখেতে চায় না যারা, তারাই এবাররে অস্থতিশিীলতা ঘটাচ্ছে উল্লখে করে মানবাধকিার র্কমী ইলরিা দওেয়ান বলনে, ‘গত মাসরে ১৮ তারখি এবং গত পরশু (১৮ সপ্টেম্বের) পাহাড়রে ঐক্যবদ্ধ হাজার হাজার শক্ষর্িাথী পাহাড়ে মছিলি করছে।ে সইে র্যালটিি করা হয় পাহাড়ে ঐক্যবদ্ধ থাকার ডাক দয়ি।ে কন্তিু পাহাড়রিা ঐক্যবদ্ধ থাকুক এটা কউেই চায়নি কখনও। তাদরে মধ্যে যত বভিদে তরৈি করে রাখা যায়, সইে চষ্টো সবসময় অব্যাহত থাক।ে গত পরশু চুররি ঘটনাকে কন্দ্রে করে মামুন নহিত হওয়া ও সটোকে ইস্যু করে দফায় দফায় হামলার ঘটনায় আজ র্পযন্ত ৩ জন নহিত হলো। এ ধরনরে অস্থরিতার ফলে কয়কেটা গোষ্ঠী লাভবান হয়। শঙ্কা করছ,ি আইনশৃঙ্খলা রক্ষার নামে এই ঐক্যরে মছিলি আগামীতে আর বরে করতে দবেে না। ফলে এসব বভিদে সৃষ্টি করে কাদরে ফায়দা সটো খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছ।ে সারা দশেে যখন বষৈম্যবরিোধী আন্দোলনরে মধ্য দয়িে সমতা প্রতষ্ঠিার লড়াই চলমান, তখন পাহাড়ে উদ্দশ্যেমূলক এই বষৈম্য জইিয়ে রাখা হয়।’
প্রকৃত ঘটনা, নপেথ্যে কারা- প্রশ্নরে জবাবে খাগড়াছড়রি পুলশি সুপার (এসপ)ি মো. আরফেনি জুয়লে বলনে, ‘কী হয়ছেে বা হচ্ছে কোনও কছিু এই ডজিটিাল যুগে গোপন থাকবে না। এই সময়ে যারা সামাজকি যোগাযোগমাধ্যমে উসকানি দচ্ছিে তাদরেও শনাক্ত করা হব।ে আইনরে আওতায় আনা হব।ে আইনশৃঙ্খলা রক্ষায় শক্ত হাতে সব পদক্ষপে নওেয়া হব।ে’
সংকটে সব সময় পাহাড় কনে র্টাগটে
পূর্ববর্তী পোস্ট