
নিজস্ব প্রতিবেদক, দেবহাটা: দেবহাটার কুলিয়া শ্রীরামপুরে চিহ্নিত প্রতারক সোহাগ বিশ্বাসের বিরুদ্ধে পারুলিয়া বাজারের গরুর মাংস ব্যবসায়ী কালুকে (৩২) পিটিয়ে সাড়ে তিন লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। ২৪ জুন বৃহস্পতিবার রাত ১০টার দিকে ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইকারী সোহাগ বিশ্বাস শ্রীরামপুরের মৃত গফফার বিশ্বাসের ছেলে। সোহাগ এলাকার চিহ্নিত প্রতারক ও ছিনতাইকারী হিসেবে পরিচিত। আহত গরু ব্যবসায়ী আত্তাফুজ্জান কালু দেবহাটা উপজেলার বহেরা গ্রামের মৃত আব্দুর রশিদ শাহার ছেলে। আহত কালু দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
আহত কালুর ভাই সাজু বলেন, আমরা দীর্ঘদিন ধরে পারুলিয়া বাজারে মাংসের ব্যবসা করছি। ব্যবসার জন্য গরু ক্রয় করতে প্রায় আমার ভাই কালু চৌবাড়িয়া ও ভোমরা এলাকায় যায়।
বৃহস্পতিবার রাতে চৌবাড়িয়ার গরু ব্যবসায়ী আলমকে দেয়ার জন্য আমার ভাই কালু সাড়ে তিন লক্ষ টাকা নিয়ে বাসা থেকে বের হয়। শ্রীরামপুরে পৌঁছালে সোহাগ বিশ্বাস তার পিছু নেয়। কিছু দুর যেতেই সোহাগ পথরোধ করে কালুকে মারপিট করে রাস্তায় ফেলে রেখে তার কাছে থাকা টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞান অবস্থায় কালুকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।
আহত কালুর পরিবার সদস্যরা জানান, এব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।