শ্যামনগর প্রতিবেদক: শ্যামনগরের চুনকুঁড়ীতে পৌত্রিক সম্পত্তি দখলের চেষ্টা, থানায় অভিযোগ। অভিযোগ সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলার চুনকুড়ী গ্রামের মঙ্গল মোল্ল্যার পুত্র আব্দুল খালেক মোল্ল্যা কিছু ক্রয়কৃত এবং কিছু পৈত্রিক সূত্রে পাওয়া হরিনগর মৌজার, জেএল নং ৭৯, এসএ খতিয়ান নং ৪০০, দাগ নং-২৫২০, ২৫২১, ২৫৩৪, মোট জমির পরিমান ৮.৭৮ শতক জমির মধ্যে .৮৮ শতক জমিতে পরিবার পরিজনদের নিয়ে বসবাস করে আসছে। কিন্তু একই গ্রামের মৃত ইমাম আলীর পুত্র নুর ইসলাম, আবুল কাশেমের পুত্র ফজর আলী, মোন্তেজ মোল্ল্যার পুত্র রফিকুল ইসলাম মঙ্গল মোল্ল্যার পুত্র কাশেম বসত ভিটার কিছু অংশ জোরপূর্বক দখল করে গাছ কেটে ঘেরা বেড়া দেওয়ার পায়তারা করে থাকে। খালেক মোল্ল্যা নিরুপায় হয়ে সাতক্ষীরা বিজ্ঞ আদালতে ১৪৫ ধারায় একটি মামলা দ্বায়ের করে। নুর ইসলাম, ফজর আলী, রফিকুল ইসলাম, কাশেম বিজ্ঞ আদালতের আদেশ অমান্য করে গত ৪ এপ্রিল ২০২১ তারিখ বেলা-১০ টার সময়ে এলাকার কিছু সন্ত্রাসী দল নিয়ে ভিটার এক অংশ ঘেরাবেড়া দখল করে। ঐ সময়ে খালেক মোল্ল্যা বাঁধা দিতে গেলে তাকেও মারতে উদ্দত হয়।
এই বিষয়ে শ্যামনগর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই সানি বলেন, তদন্তের কাজ চলছে।