
শ্যামনগর ব্যুরো: শ্যামনগর উপজেলায় ৮নং ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ্যাডঃ জি,এম শোকর আলী করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৫ জুন নমুনা সংগ্রহ করে খুলনাতে পিসিআর ল্যাবে পরীক্ষা শেষে সোমবার তার দেহে করোনা ভাইরাসের উপস্থিতি সনাক্ত হয়।
শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ অজয় কুমার সাহা সত্যতা নিশ্চিত করে বলেন, নিজ বাড়ীতে তাকে চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ.ন.ম আবুজর গিফারী বলেন, প্রশাসনের পক্ষ থেকে তার বাড়ী লক ডাউন করা হয়েছে।এ দিকে চেয়ারম্যান এ্যাডঃ শোকর আলী গত রোববার শ্যামনগর উপজেলা পরিষদের এক সভায় অংশ গ্রহন করেছিলেন বলে জানা গেছে।