দীপক মিস্ত্রী, বুড়িগোয়ালিনী প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনরের অদম্য মেধাবী এক ছাত্রীর লেখাপড়ার দায়িত্বভার নিয়েছেন শ্যামনগর উপজেলা নির্বাহি কর্মকর্তা আবু জার গিফারি। জনিি গেছে, ৯ জুন মঙ্গলবার দেশের সর্বাধিক জনপ্রিয় জাতীয় দৈনিক প্রথম আলোর নাগরিক সংবাদ অনলাইনে সাতক্ষীরা শ্যামনগরের সদ্য এসএসসি পাশ শিক্ষার্থী শিমু আক্তারকে নিয়ে “অদম্য শিমুর জিপিএ-৫ পাওয়ার গল্প” নামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। কোচিং বা প্রাইভেট শিক্ষকের সাহায্য ছাড়াই এবং গাইড বই না পড়ে শিমু আক্তার ২০২০ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে এ প্লাস (জিপিএ-৫) পেয়েছে।
প্রতিবেদনটি প্রকাশের পর শ্যামনগরের সুধী মহলে শিমু আক্তারের জিপিএ-৫ পাওয়ার গল্প আলোচিত ও প্রশংসিত হয়। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ. ন. ম. আবুজর গিফারী প্রতিবেদনটি পড়ে শিমু আক্তারকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেন। ১০ জুন বুধবার বিকাল সাড়ে ৫টায় তিনি আটুলিয়া ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে শিমুর বাড়িতে গিয়ে শিমুকে শুভেচ্ছা জানান এবং তার লেখা পড়ার খোঁজ খবর নেন।
উপজেলা নির্বাহী অফিসার শিমুর বাবাকে বলেন, “মেয়েকে বিয়ে দিবেন না। কোন সমস্যা হলে আমাকে জানাবেন। আমি ইউএনও হিসেবে শিমুর পড়ালেখার দায়িত্ব নিলাম।”
এ সময় শিমুর বাড়িতে উপস্থিত ছিলেন শিমুর বাবা-মা, হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুল আলম, ভাব এর অ্যাম্বেসেডর আব্দুল আলিম। শিক্ষা অনুরাগী উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম. আবুজর গিফারী কোচিং ও গাইড বই না পড়ে গোল্ডেন এ প্লাস পাওয়া শিমুকে খুশি হয়ে ৫ হাজার টাকার প্রাইজ বন্ড উপহার হিসেবে দেন।
এদিকে প্রত্যন্ত গ্রামের মধ্যে মটর সাইকেলে গিয়ে একজন শিক্ষার্থীকে শুভেচ্ছা জানানো ও উপহার প্রদানের বিষয়টি সুধী মহলে প্রশংসিত হচ্ছে। শিমুর বাবা-মা ও হেঞ্চি বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার আ. ন. ম. আবুজর গিফারীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।