জামিনুর রহমান, শ্যামনগর: দীর্ঘ কয়েক মাস বৃষ্টি না হওয়ার কারণে সুন্দরবন উপকূলের মিষ্টি পানির আধার পুকুরে পানি স্বল্পতা দেখা দেয়ার কারণে মানুষের খাওয়ার পানির তীব্র অভাব দেখা দিয়েছে। বেশ কয়েকদিন ধরেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে সুন্দরবন উপকূলীয় ইউনিয়নের মানুষের খাওয়ার পানির ব্যবস্থা করা হচ্ছে। তারই ধারাবাহিকতায়, সাতক্ষীরার শ্যামনগরে বুড়িগোয়ালীনি ও কৈখালী ইউনিয়নের বাজার এলাকায় ১৩ হাজার বোতল(১.৫ লি: বোতল)সুপেয় খাবার পানি বিতরণ করেছে খালিদ বেভারেজ প্রাইভেট লিমিটেড। ৮ মে শনিবার বেলা ১২ টায় দুটি ইউনিয়নে সুপেয় খাবার পানি বিতরণ করে। সুপেয় খাবার পানি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদ এস.এম.আতাউল হক দোলন। বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান, প্রভাষক সাঈদ-জামান সাঈদ, প্রাক্তন চেয়ারম্যান জি.এম.শাহজাহান সিরাজ, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল জলিল, কৈখালী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পবিত্র কুমার মন্ডল সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
শ্যামনগরে ১৩ হাজার বোতল খাবার পানি বিতরণ
পূর্ববর্তী পোস্ট