
আব্দুল হাকিম/জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: শ্যামনগরে বিভিন্ন হাটবাজারে কীটনাশক ও ধান বীজ ব্যবসায়িরা চাষিদের কাছ থেকে কৌশলে সরকার নির্ধারিত মূল্য ছাড়া অতিরিক্ত দাম নেওয়ায় ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। রোববার (১লা আগস্ট) বেলা ১১ টায় বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আ.ন.ম আবুজর গিফারী। এ সময়ে সদর বাজার, গোডাউন মোড় ও বংশীপুর বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়িদের সাড়ে ৪৩ হাজার টাকা জরিমানা করেন।
অপর এক অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ শহিদুল্লাহ ভেজাল বিরোধী অভিযানে বাগদা চিংড়ীতে অপদ্রব পুশ করা অভিযোগে সবুজ হোসেন নামে এক ব্যক্তিকে ৪৫ হাজার টাকা জরিমানা করেন।