
জিয়াউর রহমান: মুন্সিগঞ্জ র্যাব-৬ ইউনিট এর একটি আভিযানিক দল গোলাম হাবিব নামে পেশাদার এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করে। পরবর্ত তে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করেছে। শুক্রবার গভীর রাতে র্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার বজলুর রশীদ সহ র্যাব সদস্যরা নওয়াবেঁকী বাজার থেকে তাকে আটক করে। এ সময় তাকে তল্লাশী করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে র্যাব। সে উপজেলার পূর্ব বিড়ালক্ষী গ্রামের গোলাম বারীর ছেলে। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা সত্যতা নিশ্চিত করে বলেন, ইয়াবা ব্যবসায়ী গোলাম হাবিবকে মাদক আইনে আদালতে পাঠানো হবে।