
সিরাজুল ইসলাম, শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগরে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান র্যাব-৬ অভিযান চালিয়ে ইয়াবা সহ মোঃ আব্দুর ওরফে মিলন গাজী নামে এক ইয়াবা ব্যবসায়ীকে ইয়াবা সহ আটক করেছেন। রোববার রাত সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলা গ্রামের ফুলতলা মোড় থেকে র্যাব-৬ এর উপ-অধিনায়ক ডিএডি জয়নুল আবেদিন এর নেতৃত্বে র্যাব সদস্যরা তাকে আটক করে। এ সময় তল্লাশী করে ১৩২ পিচ ইয়াবা জব্দ করে র্যাব। আব্দুর রহিম বংশীপুর গ্রামের মোঃ রেজাউল গাজীর ছেলে।
ডিএডি জয়নুল আবেদিন জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে ঘটনাস্থলে অভিযান চালিয়ে আব্দুর রহিম কে ইয়াবা সহ আটক করে পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদক আইনে ৪০ নং মামলা হয়েছে। শ্যামনগর থানা ওসি নাজমুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক ইয়াবা ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।