
নিজস্ব প্রতিবেদক, শ্যামনগর: শ্যামনগরে প্রতারক চক্রের এক সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়ন র্যাব-৬ সদস্যরা। মঙ্গলবার (২৬ অক্টোবর) ভোরের দিকে উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে ধানখালী গ্রামে নিজ বাড়ি থেকে হিরণ কুমার মন্ডল নামে ওই প্রতারককে আটক করে র্যাব-৬ এর ডিএডি পুলিশ পরিদর্শক জিয়াউল হকের নেতৃত্বে একটি আভিযানিক দল। সে ওই গ্রামে চন্দন কান্তি মন্ডলের ছেলে। এসময় তার কজ্বা থেকে জাল জাতীয় পরিচয় পত্র (এনআইডি), জাল নিয়োগপত্র ও সিভি সহ ব্যাংকের জাল চেক বই জব্দ করে র্যাব সদস্যরা। এ ঘটনায় শ্যামনগর থানায় ৩৯ নং মামলা হয়েছে।
এবিষয়ে ডিএডি জিয়াউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল কাগজপত্র সহ তাকে আটক করে শ্যামনগর থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে। শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ সত্যতা নিশ্চিত করে বলেন, প্রতারককে আদালতে পাঠানো হয়েছে।