
জামিনুর রহমান, শ্যামনগর থেকে: বাংলাদেশ আওয়ামী যুবলীগ শ্যামনগর উপজেলা শ্যাখার আয়োজিত ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কেক কাটা অনুষ্ঠানে বক্তব্যে রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জগলুল হায়দার এমপি । ১১ নভেম্বর বিকাল ৪ টায় শ্যামনগর সদরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে প্রতিষ্ঠাবার্ষিকী ও কেক কাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহবায়ক এস এম জাকির হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি পুত্র উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক ও নকিপুর জায়ান্ট একাডেমির চেয়ারম্যান এস এম সায়েদ বিন হায়দার রাজিব, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম সোহাগ, আল মামুন লিটন, আব্দুল মজিদ, আহছানুর রহমান, আব্দুর রহমান, হাফিজ সরদার, হারুনার রশীদ, আব্দুস সবুর, শ্যামনগর উপজেলা শেখ রাসেল জাতীয় শিশুকিশোর পরিষদ এর সভাপতি জি এম রহমত আলি সহ অনেকে। পরে যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েদ বিন হায়দার রাজিবের নেতৃত্বে কয়েকশত যুবলীগের নেতাকর্মীদের নিয়ে আনন্দ ঘন পরিবেশে এক বর্ণাঢ্য র্যালী শ্যামনগর উপজেলার বিভিন্ন গুরুত্বপ‚র্ণ সড়ক প্রদক্ষিন করে শেষ হয়।