
জিয়াউর রহমান, শ্যামনগর:
শ্যামনগর উপজেলা খ্যাগড়া দানা গ্রামের সাবেক ইউপি সদস্য মৃত্যু আলহাজ্ব অফেজ উদ্দিন গাজীর স্ত্রী মোছা. আমেনা খাতুন। শনিবার (১ জুলাই) সন্ধ্যা ৬টায় বার্ধক্য জনিত কারণে নিজে বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে চার ছেলে, দুই মেয়ে, প্রতা-পুন্নি ও নাতি- নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।
রবিবার (২ জুলাই) মরহুমের জানাজার নামাজ বাড়ির পাশে আম বাড়ির মাঠে জোহরের নামাজের পরে অনুষ্ঠিত হয়েছে। ওই সময় মহরমের বড় ছেলে আইয়ুব আলি খাঁ মায়ের মৃত্যুর শোক জ্ঞাপন করেন এবং মায়ের জন্য সকলের কাছে দোয়া চান। জানাজা শেষে মরহুমের লাশ তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।