শ্যামনগর প্রতিবেদক: শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা গ্রামে এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় ছাত্রীর মা দুই জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় এজাহার দায়ের করেছেন। এজাহার সূত্রে প্রকাশ, গত ২২ ফেব্রুয়ারী দুপুর ২টার দিকে গোসল করে বাড়ি ফেরার পথে তাকে ধর্ষনের চেষ্টা করা হয়। আসামীরা হলো, পদ্মপুকুর ইউনিয়নের পাখিমারা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে জুয়েল হোসেন(২২) এবং একই গ্রামের মৃত এলাই বক্স গাজীর ছেলে আসাদুল গাজী (৩৮)। এজাহার সূত্র মতে, জুয়েল হোসেন মাদ্রাসায় যাওয়া আসার পথে প্রায় ওই ছাত্রীকে কু-প্রস্তাব দিত। একপর্যায়ে তাকে বিয়ের প্রলোভন দেখায়। স্কুল ছাত্রী বিষয়টি প্রত্যাক্ষান করে এবং পিতা-মাতাকে জানায়। এতে জুয়েল রাগান্বিত হয়ে সুযোগ খুজতে থাকে। একপর্যায়ে ঘটনার দিন ওই ছাত্রী পাশ্ববর্তী পুকুর হইতে গোসল করে বাড়ি ফেরার পথে জুয়েল তাকে জাপটে ধরে এবং পরনের কাপড় টেনে হিচড়ে ছিড়ে ধর্ষনের চেষ্টা করে। তার ডাক চিৎকারে পাশ্ববর্তীরা দ্রুত এগিয়ে আসলে জুয়েল ও তার সহযোগী আছাদুল পালিয়ে যায়। তাৎক্ষনিক স্থানীয়রা ছাত্রীকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শ্যামনগরে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষনের চেষ্টা, থানায় অভিযোগ
পূর্ববর্তী পোস্ট