
জিয়াউর রহমান, শ্যামনগর থেকে: শ্যামনগরে মনিরা পারভীন (১৪) নামে এক মাদ্রসা ছাত্রীর গলায় রশি দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধূমঘাট মধ্যগ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আবু মুছা গাজীর কন্যা ও হেতালখালী দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সৎমা নাজমা বেগম ও পিতা আবু মুছা গাজীকে থানা পুলিশ হেফাজতে নিয়েছে। পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আশরাফ হোসেন ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে।
সূত্রমতে, সকালে পড়াশোনার জন্য মনিরাকে বকাবকি করে পিতা মুছা গাজী। এতে ক্ষোভ ও অভিমানে সবার অজান্তে নিজগৃহে আড়ার সাথে গলায় রশি দিয়ে মনিরা আত্মহত্যা করে। অপরদিকে স্থানীয় সূত্রে জানা যায়, নাজমা বেগম মুছা গাজীর তৃতীয় স্ত্রী। সৎমা নাজমা বেগম প্রায়ই মনিরা কে মানসিক যন্ত্রনা দিত। একপর্যায়ে সে আত্মহত্যার পথ বেছে নেয়। শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বলেন, অভিযোগের ভিত্তিতে সৎমা ও পিতাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে।