
জিয়াউর রহমান, শ্যামনগর প্রতিবেদক: মুজিববর্ষে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দরিদ্র ও অসহায় মানুষের চক্ষু চিকিৎসার জন্য বিনামূল্য্রে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০ টায় উপজেলা সদরে মর্ডান কে,জি স্কুল মাঠে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন সংশ্লিষ্ট আসনের জাতীয় সংসদস সদস্য (এমপি) এসএম জগলুল হায়দার। স্থানীয় স্বেচ্ছাসেবী ও সমাজকল্যাণমুলক উন্নয়ন সংস্থা সিডিও ইয়ুথ টিমের আয়োজনে ও খুলনা বিএনএসবি চক্ষু শিবিরের সহযোগিতায় ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক দুই সহস্রধিক চক্ষুরোগী চিকিৎসা সেবা প্রদান করেন। এসময় চোখে ছানী পড়া রোগীদের বিশেষ ব্যবস্থা অপারেশনে ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ.ন.ম আবুজর গিফারী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকি, উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন ও থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।