এসকে সিরাজ: সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরা শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় সমাজসেবা দিবস টি। “নেই পাশে কেউ যার” সমাজ সেবা আছে তার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১১ টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে অয়াকাথন কল্যাণকর রাষ্ট্র গঠনে মুক্ত আড্ডা শীর্ষক এক আলোচনায় সভায় মিলিত হয়। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনি খাতুন। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ, উপজেলা জামাতের আমির মাওলানা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামাল, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এসকে সিরাজ, বৈষম্য বিরোধী ছাত্রনেতা মাসুম বিল্লাহ, কাশিমাড়ী ইউপির প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন, এনজিও, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দগণ। অনুষ্ঠান শেষে ছয় প্রতিবন্ধীর হাতে তুলে দেওয়া হয় তাদের চলা চলার জন্য হুইল চেয়ার।
শ্যামনগরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো জাতীয় সমাজসেবা দিবস
পূর্ববর্তী পোস্ট